নেত্রকোনা প্রতিনিধি : ‘‘মাটির গুণগত মান পরিমান, পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা ও যত্ন নেই’’ এই প্রতিপাদ্যে বারসিক নেত্রকোনা অঞ্চলে নানা কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় কৃষক পর্যায়ে আলোচনা ও মানবন্ধনের মাধ্যমে এ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের ত্রিপন গ্রাম, নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালি গ্রাম এবং আটপাড়া উপজেলার ইছাইল গ্রামে কৃষক পর্যায়ে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং স্থানীয় কৃষক-কৃষানি, যুব ও কিশোরীদের অংশগ্রহনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনায় ত্রিপন গ্রামের নারীনেত্রী ফরিদা আক্তারা বলেন, “আমরা বিষ কীটনাশক ব্যবহার করে মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলেছি। মাটি আর ভালো নেই। মাটিকে বাঁচাতে হলে আমাদেরকে কীটনাশক, বালাই নাশক, রিফিট পরিত্যাগ করতে হবে।
নেত্রকোনায় কৃষক কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষক আবুল কালাম বলেন, আমরা মাটিকে আংরা বানাইয়া ফালাইছি, মাটিতে বিষ, পরিথিন ভরা, কেঁচো নেই, মাটির গুণগত মান ভালো নেই, আমরা মাটিকে নিয়ে বেঁচে আছি তাই এর যতœ নিতে সকল কৃষকদের আহবান জানান তিনি।
আমাদের মাটি আজ অসুস্থ মাটিকে ভালে রাখতে হলে আমাদের রাসায়নিকের ব্যবহার কমাতে হবে। তা নাহলে আমাদের উর্বর মাটি বিষে পরিণত হবে। সেইসাথে মানব সভ্যতাও বিপন্ন হবে। বাঁচতে হলে মাটির স্বাস্থ্য ভালো রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply