দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যুবদল নেতা আতাউর রহমান নান্টুকে একটি ব্যাটারি চালিত অটোগাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাশিমণি স্মৃতিসৌধ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র পক্ষ থেকে এ গাড়ি প্রদান করা হয়। আতাউর রহমান নান্টু দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী দ্বারা গুরুতর আহত হয়েছিলেন।
অনুষ্ঠানে কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাজাহান সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম এর সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল,
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রওশন আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ জিন্নাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম, আব্দুল ছাওার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাচ্চু তালুকদার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সায়েদুল মেম্বার, যুগ্ম-আহ্বায়ক শফিকুল মেম্বার, পৌর যুবদলের সদস্য খান সুমন, সাবেক সদস্য আলী হোসেম প্রমুখ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মাটি ও মানুষের দল, বিএনপি নির্যাতিত নেতাদের মুল্যায়ন করতে শেখায়, দলকে ভালোবাসতে শেখায়, দেশের স্বার্থে সকলে এক হয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করায়, দেশ আজ আমরা নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বিনষ্ট করার জন্য এখনো বিভিন্ন মহল পায়তারা চালাচ্ছে। দেশ ও দলের স্বার্থে সকলকে এক হয়ে সারাধন মানুষের পাশে থেকে রাজনীতি করার আহবান জানান তিনি।
নির্যাতিত নেতা আতাউর রহমান নান্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার ও উপজেলার দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তাঁর এই দুঃসময়ে সংসার চালানোর জন্য একটি আয়ের পথ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরের ১ তারিখ বিরিশিরি নদীর ঘাট এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা নান্টুর উপর আক্রমণ করে। এতে তাঁর হাত পা ভেঙ্গে গিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
Leave a Reply