কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচন সভায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম.এ খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুস সালাম কেরন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন, সাইদুর রহমান ভূঁইয়া, নাজিম উদ্দিন মন্ডল ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কলি আক্তার প্রমুখ।
আলোচনার পূর্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ অংশ নেন
Leave a Reply