দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করলেন আইনুল হক নামের বিএনপির এক সমর্থক। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ মিলনায়তনে এ ভোজের আয়োজন করেন তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় আইনুল প্রতিজ্ঞা করেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। সেই প্রতিজ্ঞা রাখতে এ ভোজের আয়োজন করেন তিনি।
আইনুল হক আরো বলেন, আমি মহান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছিলাম, ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হইলে, উপজেলার সকল বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের গরু জবাই করে খাওয়াবো। আমার মনের আশা পূরন হয়েছে, তাই আজকে গরু জবাই করে সকলকে খাওয়ানোর আয়োজন করছি। আমার দেয়া দাওয়াতে উপজেলা বিএনপি‘র সকল নেতাকর্মী ও স্থানীয়রা সকলেই এ ভোঁজে অংশগ্রহন করেছেন।
Leave a Reply