দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে ২৪০ বোতল ভারতীয় মদ সহ এক প্রাইভেটকার আটক করা হয়েছে। সোমবার রাতে মদসহ ওই প্রাইভেটকার আটক করে স্থানীয় ছাত্র-জনতা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার স্থানীয় এক ব্যক্তিকে আহত করে বেপোরোয়া গতিতে দুর্গাপুর শহরের দিকে চলে যায়। ওই সময় প্রাইভেটকারের পিছনে স্থানীয় লোকজন ধাওয়া করলে পৌরশহরের সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় ফেলে চালক ও অন্য যাত্রীরা পালিয়ে যায়। প্রাইভেটকারের নাম্বার ঢাকা মেট্রো গ ১৭-৫১১৯। পরবর্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকায় গাড়ীটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধিগণ ওই গাড়ীর বিভিন্ন স্থান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদ সহ চালক বিহীন প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা মাদক পাচারে সক্রিয় হয়ে ওঠেছে। আমাদের টহলটিম সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply