কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে কলমাকান্দা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা কাওসার বিন সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি ওলি উল্লাহ, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ক্বারী নুরুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান বিন মিরাজ, ছাত্র ইসলামী আন্দোলনের সভাপতি সেলিম আকন্দ, সাধারণ সম্পাদক মো. নাঈম, উপজেলা শ্রমিক ইসলামী আন্দোলনের সভাপতি কাজী মো. লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
Leave a Reply