দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামী‘র আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মন্জুরুল ইসলাম ভূঁইয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার শাখার আমির মাওলানা সাদেক আহমেদ হারিছ, সেক্রেটারি জেলা ছাত্রশিবির ইয়াসিন মাহমুদ রাসেল, দুর্গাপুর উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।
সমাবেশে দুর্গাপুর পৌরসভা ছাড়াও সাতটি ইউনিয়নের শতাধিক নেতাকর্মীরা অংশনেন। এ সময় দীর্ঘ ১৬ বছর পর তৃণমুল পর্যায়ের কর্মীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানাবিধ দিকনির্দেশনা সহ সংগঠনকে এগিয়ে নিয়ে পরামর্শ দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
Leave a Reply