দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কোটাবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরবর্তি সময়ে কিছু অপরিচিত লোক উপজেলার বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাসা-বাড়িতে হামলাসহ লুটপাট চালিয়েছে। এরই প্রেক্ষিতে নাশকতার বিরুদ্ধে সোচ্ছার থাকার জন্য বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা বিএনপি‘র নেতাকর্মীগণ লিফল্টে বিতরণ করছেন।
এ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে এলাকার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং সকলকে সহায়তা করার জন্য বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানানো হয়। সেইসাথে রাষ্ট্রীয় সম্পদ বিনস্ট না করা, পরিবহন সেক্টর থেকে কাউকে চাঁদা না দেয়া সহ বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে কেউ অরাজকতা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক অবগত করে দল থেকে বহিস্কার করতে নির্দেশ দেন। এসময় অন্যদের মধ্যে, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপি’র সদস্য সচিব হারেজ গনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, সদস্য সচিব সম্রাট গনি, যুগ্ম-আহ্বায়ক কমল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব হিমেল সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতী ধর্ম নির্বিশেষে ছাত্র ও জনতা কে সাথে নিয়ে, শোষণ ও দুর্নীতি মুক্ত আধুনিক স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করবে। ছাত্র-জনতার এই বিজয়কে ধরে রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply