কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পাচারকালে ১০ মে: টন ভারতীয় চিনিসহ একটি ট্রাক গাড়ী ( ঢাকা মেট্রো- ট ১৮- ০২২৩) জব্দ করেছে পুলিশ ।
বৃহস্পতিবার এ তথ্য সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সমকালকে বলেন, থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।
এর আগে গত বুধবার মধ্যে রাতে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের স্টেডিয়াম রোড থেকে ভারতীয় চিনিসহ ট্রাক গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে কলমাকান্দা সদর ইউনিয়ন হয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি নিয়ে একটি ট্রাক করে পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহ গাড়ী তল্লাশী চালান। ওই সময় ভারতীয় চিনি পাচারকারি গাড়ীর চালকসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি কলমাকান্দা স্টেডিয়াম রোডে রেখে দ্রুত পালিয়ে যায় অজ্ঞাত নামা চালকসহ চোরাকারবারিরা । পরে ঢাকা মেট্রো- ট ১৮ – ০২২৩ এ নাম্বারে ট্রাক গাড়িতে তল্লাশী চালিয়ে ওই গাড়িতে থাকা অবৈধ পথে আনা দশ মে: টন ভারতীয় চিনি ( ৫০ কেজির বস্তা মোট ২০০ বস্তা চিনি) জব্দসহ ওই ট্রাক গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত নামা চালকসহ কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply