বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

হাতিয়ায় জাতিসংঘের শুভেচ্ছা দূত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০৭ পঠিত

দিগন্ত ডেক্স : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফররত রাজকুমারী ভিক্টোরিয়া আজ সকালে হাতিয়া হেলিকপ্টারযোগে উপজেলার বুড়িরচর ইউনিয়নে পৌঁছেছেন। জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মো. আলী তাঁকে অভ্যর্থনা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার, গুচ্ছ গ্রামের জেলেপাড়া, নলচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি ভাসানচর যাবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান তাঁর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি,ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com