সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

নির্বাচনে অংশনিতে বিএনপি সহায়তা চাইলে দেওয়া হবে : ইসি আলমগীর

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২০ পঠিত

দিগন্ত ডেক্স : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব নিবার্চন কমিশনের (ইসি) নয় বলেও জানান তিনি।

আজ রোববার (১৯ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব আমাদের সহায়তা করুন— তাহলে অবশ্যই করব। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।

প্রশাসন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দল বলছে ভোটের পরিবেশ নেই। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে। ১৯৭০ সাল থেকেই আমি এটা দেখে আসছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com