দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের কাচারি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস আব্বাসী, বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক ফকির।
উপজেলা বিএনপি‘র নেতাকর্মীরা বলেন, সারাদেশে আমাদের শান্তিপুর্ন অবরোধ কর্মসুচী দমনের লক্ষে শুধু দুর্গাপুরেই নয়, সারাদেশে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, চলতি বছরের ২৬শে মার্চ দুর্গাপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply