রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

দুর্গাপুরে “হাত বাড়ালেই বই” কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শিশু-কিশোরদের বই পড়ায় উদ্ধুদ্ধ করনে সাহিত্য সংগঠন পথ পাঠাগারের আয়োজনে “হাত বাড়ালেই বই” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স।

পরবর্তিতে পথ পাঠাগারের সাধারন সম্পাদক রাজেশ গৌড়ের সঞ্চালনায় ও কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন চক্রবর্তী, দুনিয়া মামুন জনপদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, পথ পাঠাগারের আজকের এই কর্মসূচি নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে গুরত্বপূর্ন ভূমিকা রাখবে। বই, শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি ও মনের সুপ্ত ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। পথ পাঠাগারের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন আমন্ত্রীত অতিথিগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com