দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের বিভিন্ন এলাকায় আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, আ‘লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদারের নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জুয়েল তালুকদার, ষ্ট্যালিন, মাহাবুব, ছাত্রলীগ নেতা শিমুল, আ‘লীগ নেতা আব্দুল হান্নান, রুপন মিয়া, আবুল কাশেম, নুরুল আমিন, মুজিবুর রহমান, শামছুল হক, ও তৃণমুলের আওয়ামী লীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলার মানুষ আজ বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও এর কর্মকান্ড সমর্থন করে না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে জেলা আ‘লীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদারের নির্দেশে আমরা রাজপথে থেকে অবরোধ বিরোধী সকল কর্মকান্ড প্রতিহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছেন, এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় আনতে সকল কে আহবান জানানো হয়।
Leave a Reply