দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে কিচেন মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বিশ্ব ব্যাংক এর অর্থায়নে, প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে রোববার দুপুরে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও প্যানেল মেয়র নুরুল আকরাম খান।
পৌরশহরের ৪নং ওয়ার্ডে নির্মান কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা শিলা রানী দাস, পৌর কাউন্সিলর মশিউজ্জামান বাদল, এস এম কামরুল হাসান জনি, ওযার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, পৌর প্রকৌশলী উওম কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন কালে ঝুমা তালুকদার বলেন, গত বছরের ২২ নভেম্বর উপজেলা পরিষদ থেকে দুর্গাপুর কাঁচা বাজারটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠালে এ কাজের অনুমোদন দেন। এই কিচেন মার্কেটটি নির্মিত হলে এলাকার জনগণ সুন্দর পরিবেশে কেনাকাটা করতে পারবে।
Leave a Reply