বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয় । র্যালি শেষে ইউএনও কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেন সিরাজী, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মানিক চন্দ্র সরকার ও শহিদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে ৫ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবককে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদ প্রদান করা হয়।
Leave a Reply