সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়া

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আশরাফুল ইসলাম, ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।

এসময় কলমাকান্দা সরকারি পাইলট ও বালিকা উচ্চ  বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থীবৃন্দ অংশ নেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com