বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

বুড়িগঙ্গার উত্তরে ফাইভ স্টার হোটেল নির্মাণ করা হবে

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯২ পঠিত

দিগন্ত ডেক্স : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা আদি বুড়িগঙ্গা পুনঃখনন করছি। আদি বুড়িগঙ্গা তার রূপ আবার ফিরে পাচ্ছে। এর পাশ দিয়েই আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। এই লোহারপুল সেতুর জায়গায় আমরা ছয় সারি বিশিষ্ট একটা আধুনিক সেতু নির্মাণ করব। এর উত্তরদিকে যে এলাকা রয়েছে আমরা সেখানে আধুনিক মানের একটি ফাইভ স্টার হোটেল, কনভেনশন হল, ৫০তলা বিশিষ্ট নান্দনিক ভবনসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করব।

আজ বুধবার (১১ অক্টোবর) সকালে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ হতে নিজামবাগ বেড়িবাঁধ পর্যন্ত ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল সরণি’ এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার তাপস বলেন, বুড়িগঙ্গার দক্ষিণ দিকে সুন্দরভাবে আবাসন গড়ে তুলব। এ ছাড়া বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে নিজামবাগ থেকে ঝাউচর পর্যন্ত আরও ৪ সারি সড়ক নির্মাণ করা হবে। এভাবেই কামরাঙ্গীরচরকে একটি আধুনিক নগরীতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কামরাঙ্গীরচরে অপরিকল্পিত নগরায়ণ হয়েছে। আমরা ঢাকা শহরকে একটি বাসযোগ্য, পরিকল্পিত নগরীতে রূপান্তর করার যে মহাপরিকল্পনা নিয়েছি, সে অনুযায়ী কামরাঙ্গীরচরকে একটি আধুনিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। উন্নত দেশে আমরা দেখি, একটি সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক বা ফিন্যান্সিয়াল হাব থাকে। সেভাবেই কামরাঙ্গীরচরকে গড়ে তোলার পরিকল্পনা আমরা নিয়েছি।

মেয়র শেখ তাপস বলেন, আপনারা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তারই পরিপ্রেক্ষিতে বলতে পারি, এখানে যেসব সরকারি জমি রয়েছে সেগুলো অবশ্যই দখলমুক্ত করা হবে।কিন্তু ব্যক্তি মালিকানাধীন যেসব জমি প্রয়োজন হবে, আমরা তাদের পূর্ণরূপে ক্ষতিপূরণের ব্যবস্থা করব। কেউ বঞ্চিত হবে না। যথা সময়ের পূর্বে আপনারা ক্ষতিপূরণে অর্থ পেয়ে যাবেন।

ঢাকা দক্ষিণ সিটির নিজস্ব অর্থায়নে এ সড়কটি নির্মাণ করা হবে। ২ হাজার ২০০ ফুট দৈর্ঘ্য এবং ১০৪ ফুট গড় প্রশস্ততার এই সড়ক নির্মাণে ব্যয় হবে ৩৯ কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com