বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

অপহৃত রবিউলকে পল্লবী থেকে উদ্ধার : গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিউল ইসলামকে (২১) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণ চক্রের মূল হোতাসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলো- বাগেরহাট জেলার শরণখোলা থানার মো. রহমুতাল্লাহর স্ত্রী মোসাঃ জেসমিন আক্তার (৩৫) ও তার সহযোগী বরিশাল সদর থানার মো. আব্দুল মোতালেব মিয়ার ছেলে মো. রাজু (৪৫)।

ঘটনার বিবরণ ও জিডি সূত্রের বরাত দিয়ে র‌্যাবের সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, রবিউল ইসলাম মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।  গত ৭ অক্টোবর সকাল বেলা ব্যক্তিগত কাজে রবিউল বাসা থেকে বের হয়ে বিকেলের মধ্যে বাসায় ফিরে না আসায় তার বড় ভাই তাকে সন্ধ্যায় মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। এ ঘটনার পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব সূত্র বলছে, এরপর গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে ভিকটিম  রবিউলের ব্যবহৃত মোবাইল দিয়ে অভিনব কায়দায় তার সৌদিপ্রবাসী বাবার মোবাইলে ইমু অ্যাপসের মাধ্যমে ফোন দিয়ে অপহরণকারীরা অপহরণের কথা জানিয়ে ৩০ লাখ  টাকা মুক্তিপণ দাবী করে। ওই বিষয়ে ভিকটিমের ভাই গত ৯ অক্টোবর র‌্যাব-২-এর অধিনায়ক বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত রবিউলকে উদ্বারসহ দুই অপহরণকারীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, গত ৭ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে টেনে হেঁচড়ে ভিকটিমকে একটি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে  নিয়ে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com