দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান কে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারঃ) মো. মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে আলোচনা করেন, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন, রাখী দ্রং, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, ধ্রুব সরকার, ডাঃ মো. কামরুল ইসলাম, সরকার আবিদ হাসান বাপ্পি প্রমুখ। অন্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব উল আহসান ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারী দুর্গাপুর উপজেলায় যোগদান করেন। দুই বছর ৭ মাস দুর্গাপুর উপজেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে শেরপুর জেলায় বদলী হয়েছেন।
Leave a Reply