দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২নং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় অতিদরিদ্র ২৩৩ পরিবারের মাঝে ভিডব্লিউবি এর বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে এ চাল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম, ট্যাগ অফিসার ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হৃদয়, ইউপি সদস্য মো. হযরত আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা হিসেবে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সে লক্ষে ভিডব্লিউবি এর মাধ্যমে ২বছর পর্যন্ত খাদ্য সহায়তা হিসেবে প্রতিজন প্রতিমাসেই ৩০ কেজি করে চাল পাবেন। সরকারের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Leave a Reply