দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনায় দুর্গাপুরে নুর নবী (৪৫) নামে এক যুবলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হাদিউল নামে আরো একজন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুর নবী উপজেলার বিরিশিরি ইউনিয়নের নলজোড়া গ্রামের বাসিন্দা। সে উপজেলা যুবলীগের একনিষ্ট কর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে কাজ শেষ বাড়ি ফিরছিলেন নুর নবী। এ সময় নয়াপাড়া গ্রামে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নূর নবীর দুই পা ও এক হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নুর নবীর পরিবারের সদস্যদের দাবী, এলাকার কুখ্যাত সন্ত্রাসী বাহিনী ও চোরাকারবারি শামীম আহমেদ ওরফে শুটার শামীমের নেতৃত্বে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা।
এ ব্যাপারে দুর্গাপুর ওসি উত্তম চন্দ দেব জানান, আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply