দিগন্ত ডেক্স : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলে আক্কাস আলীর জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি আনলে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
আক্কাস আলী বলেন, সকালে পদ্মা নদীতে জাল ফেললে বাঘাইড়টি ধরা পড়ে। পরে ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি কিনে এখন দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে যোগোযোগ করছি। আশা করছি দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে। তবে কেনার চেয়ে সামান্য লাভে মাছটি ছেড়ে দেব।
Leave a Reply