বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

শিক্ষা অফিসারের বদলীর দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সাবেক ছাত্র শিবির ও জামাত নেতা সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী ব্যাক্তিগত আক্রোশে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সাথে অসদাচরণ, ছাত্রীদের সাথে বাজে মন্তব্য করায় তাঁর বদলীর দাবীতে এক মানববন্ধন করেছে। সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মোড়ে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী ১৯৮৭ সনে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে জিএস পদে নির্বাচন করেছে। বর্তমানে আড়ালে থেকেই জামাতে ইসলামী এর কার্যক্রম পরিচালনা করে। ব্যক্তি আক্রোশের মাধ্যমে চলমান এইএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে ছাত্রলীগের শিক্ষার্থীদের সাথে মানসিক নির্যাতন করে। এছাড়া মেয়েদের হলে গিয়ে নানা ধরনের মন্তব্য করার কারনে গ্রামের সাধারণ শিক্ষার্থীরা লজ্জাবোধ করছে প্রতিনিয়ত। ওই শিক্ষা অফিসারের এহেন আচরণে ক্ষুদ্ধ অনেক শিক্ষার্থীরা। আমরা শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারির বদলী চাই।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম, সুমন দাস, জহুরা খাতুন, ফজলুর রহমান, আব্দুল কাদির, জহিরুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আমি কোন জামাতের রাজনীতির সাথে জড়িত নই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com