সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে মাঠে কাজ করছেন – আঁখির

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৩৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির। নেত্রকোনা ১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) বিভিন্ন হাট বাজারে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের এ মতবিনিময় করেন।

আতাউর রহমান খান আঁখির বলেন, আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ দলীয় নেতা-কর্মীদের নিয়ে দুই উপজেলায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ সহ বিভিন্ন প্রকার সাহায্য করে আসছি। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মাঠে কাজ করে যাচ্ছি। এছাড়া দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধারে ৩ বার ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছেন দুই উপজেলার তৃণমুল মানুষের মাঝে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরছি। আমার বিশ্বাস দেশের এই উন্নয়ন দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ পুনরায় আওয়ামীলীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন। এরই ধারাবহিকতায় তৃনমুল নেতৃবৃন্দকে নিয়ে নৌকার গণজোয়ার জাগিয়ে তুলতে আমি মাঠে কাজ করছি, নৌকার জয়কে সুনিশ্চিত করতে পথসভা ও গন সংযোগ করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে কাকে মনোনয়ন দিলে ভালো হবে তিনিই ভালো জানেন। তবে এবার যোগ্য দেখেই মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে এই আসনের জনগনের পাশে আছি, আমি এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি। রাজনীতির শুরু থেকেই বঙ্গবন্ধুকে ভালোবেসে সাধারণ জনগনের ভাগ্যউন্নয়নের লক্ষে রাজনীতি করছি। আমার নেত্রী এই আসনে যাকেই মনোনয়ন দিবেন আমি বিগত দিনের মতো তারই নির্বাচন করে নেত্রীর হাতকে শক্তিশালী করবো।

এ সময় অন্যদের মধ্যে, উলামালীগ সাবেক সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ আল মামুন (সাহান), পৌর আওয়ামীলীগ সদস্য ফয়জুর রহমান বাবুল, ছাত্রলীগ কর্মী হ্নদয় হাসান, এড্ভোকেট জাকির খান, মোঃ এমদাদ খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com