দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ খেলা সম্পন্ন হয়।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা গোল্ডকাপে বারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় ১২৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সজিব রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ই্উএনও রাজীব-উল-আহসান বলেন, বর্তমান সরকার খেলাধুলা নিয়ে বিভিন্ন ভাবে কাজ করছেন বিধান বিশ্বে বাংলাদেশ কে নতুন ভাবে চিনতে পারছে। সরকারের এই কাজ এবং সরকারের নানা মুখি সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে উপস্থিত শিক্ষকদের আহবান জানান।
Leave a Reply