দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহাযোগিতায়, দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেষ হলো দু‘দিনব্যাপী সাহিত্য মেলা। শুক্রবার সন্ধ্যায় সমাপনী দিনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, নেত্রকোনা জেলা প্রশাসক জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, আ‘লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. ওয়াহেদ আলী, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ওসি তদন্ত নুরুল আলম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে তিন উপজেলার (দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা)‘র কবিগন স্ব-রচিত কবিতাপাঠ করেন এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরাগন এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply