দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। রোববার দুপুরে নানা আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এ উপলক্ষে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি বিপ্লব মজুমদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আগামী ২৯ জুলাই পর্যন্ত সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে।
Leave a Reply