কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে আড়াই বছর বয়সী রাইসা মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের হাঁসানোয়াগাও গ্রামে নানার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের মৌতলা গ্রামের মো. আব্দুর রহিম ও শাপলা আক্তার দম্পতির মেয়ে । মৃতের বাবা পেশায় সিএনজি অটোরিকশা চালক। থাকেন চট্টগ্রাম শহরে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , দুই মাস পূর্বে রাইসা মনি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। মৃতের মা শাপলা আক্তার তার পরিবারের সদস্যদের নিয়ে বিকেলে খাবার খেতে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ীর অন্যশিশুদের সাথে খেলাধুলা করছিল। এর ফাঁকে সকলের অগোচরে রাইসা মনি ঘর থেকে বের হয়ে তার নানার বসতবাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মাসহ পরিবারের লোকজন। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসতে দেখেন মৃতের স্বজনরা। পরে ডাক চিৎকারের বাড়ীর লোকজন ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে রাইসার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশু রাইসার মরদেহ মৃতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply