বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উজান থেকে নেমেআসা পাহাড়ি ঢলে উপজেলার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের বেশকয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পরেছে। শুক্রবার বিকেলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান, মুন্সিপাড়া ও ভাদুয়া গ্রামের পানিবন্দি ২শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, উজান থেকে নেমে আসা পানি নিম্নাঞ্চল গুলোতে প্রবেশ করলে অনেক মানুষ পানিবন্দি হয়েপড়ে। বর্তমানে পানি অনেকটাই কমেছে। শুরু থেকেই আমরা এসবপানিবন্দি মানুষদের খাবার বিতরণ অব্যাহত রেখেছি। এ পর্যন্ত কুল্লাগড়া ইউনিয়নে ৩শ ও গাঁওকান্দিয়া পানিবন্দি ৭০০ পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com