দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি মসজিদে মসজিদে ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহা‘র নামাজ। আবহাওয়া খারাপ থাকায় বৃহস্পতিবার সকাল ৮ঘটিকা থেকেই উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে শুরু হয় এই ঈদের জামাত।
দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১২৭টি মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ঘটিকা থেকে শুরু করে সকাল ৯.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওই জামাত। পৌর শহরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮.০০ জামিউল উলুম (কাচারী) মসজিদ ও বাইতুল আমান শাহী মসজিদে। এতে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া অন্যান্য মসজিদ গুলোতেও মহান আল্লাহর সান্নিধ্য, হাতির আক্রমন থেকে রক্ষা এবং অসুস্থ্য রোগিদের জন্য বিশেষ মোনাজত করা হয়।
এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর প্রেসক্লাব পরিবার, সাহিত্য সংগঠন পথ পাঠাগার দুর্গাপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply