দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কোচ সম্প্রদায়ের বিহু উৎসব ২০২৩ পালিত হয়েছে। ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ এই প্রতিপাদ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে কোচদের অংশগ্রহনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমি‘র নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, নেত্রকোনা জেলা প্রশাসক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির সভাপতি অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খলিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি‘র পরিচালক গীতিকবি সুজন হাজং। সভায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, যুগল কিশোর কোচ, সুশান্ত কোচ প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, সাবেক প্রধানি শিক্ষক একেএম ইয়াহিয়া, একাডেমিক সুপারভাইজ মুহাম্মদ নাসির উদ্দিন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি নানা বৈচিত্র্যের সংস্কৃতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালী সংস্কৃতি রক্ষার পাশাপাশি সকল বর্ণের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন। আদিবাসী সংস্কৃতি রক্ষায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে ইতোমধ্যে নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। এসকল কাজ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আলোচনা শেষে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ সম্প্রদায়ের শিল্পীবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির শিল্পীগন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply