দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুর বাংলা নববর্ষ উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনের চিত্রাংকন, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা নববর্ষে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের এমন প্রতিযোগিতার আয়োজন প্রংশসনীয় । এর মাধ্যমে শিশুরাও জানতে পারলো বাংলা নববর্ষের তাৎপর্য। পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকলকে সহযোগিতার করার কথা জানান বক্তারা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
Leave a Reply