কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ‘‘জলবায়ু পরিবর্তন, পাহাড়ি ঢল, কৃষি ও কৃষকের নিরাপত্তা” বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩শে-মার্চ) উপজেলার বিআরডিবি হলরুমে বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
এসময অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ার পারভেজ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মানিক সরকার, বারসিক এর সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং সহ কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মী বৃন্দ।
বক্তারা বলেন, পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে এই মূহুর্তে আমাদের অন্যতম কাজ হলো পরিবেশ রক্ষায় মনোনিবেশ করা। ৫০-৬০ বছর আগে অত্রএলাকায় ঘন জঙ্গলের কারনে দিনের বেলাতেও অন্ধকার থাকতো। কলমাকান্দা থেকে নেত্রকোনা যেতে হলে বেশ জঙ্গল পাড়ি দিয়ে যেতে হতো। অতিরিক্ত জনসংখ্যার কারনে এলাকার হাওর ভরাট হয়ে তা এখন কয়েক কিলোমিটার দূরে চলে যাচ্ছে। ভরাট হয়ে গেছে অসংখ্য বিল। যেখানে প্রতিনিয়তই গড়ে উঠছে বাড়িঘর। ওই সময়ের দৃশ্যগুলো এখন শুধু কল্পনা। এখন বজ্রপাতে যে পরিমান মানুষ মারা যায়, তখন গাছ-গাছালী থাকার কারনে অতো মানুষ মরতো না। এখন শকুন সহ অন্যান্য পাখি দেখাই যায় না, আর তখন সব ধরনের পাখি দেখা যেতো। পৃথিবীকে বাসযোগ্য করার লক্ষে সকলকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply