দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারি কমশিনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, ওসি মো. শিবিরুল ইসলাম, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রবীণ রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ঘাতক দালাল নির্মল কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি দুনিয়া মামুন, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা পাভেল চৌধুরী, উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply