দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে খোলা বাজারে ভারতীয় পন্য বিক্রি বন্ধ করার লক্ষ্যে বিজিবি ও পুলিশের টাস্কফোর্স পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক করা হয়েছে। শনিবার বিকেলে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ মালামাল আটক করা হয়।
এ নিয়ে শনিবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ওই এলাকা দিয়ে ভারতীয় কসমেটিকস ও খাদ্যদ্রব্যের বড় চালান আসবে এমন গোপন সংবাদের টাস্কফোর্সের টহল দল নিয়ে বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে চালানো হয়। আটককৃত মালের মধ্যে ভারতীয় কসমেটিকস ও খাদ্য সামগ্রী রয়েছে যার মুল্য প্রায় ১৩লক্ষ টাকা। এ ব্যপারে কাউকে আটক করা হয়নি। চোরা-কারবারী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply