সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বিএনপি‘র মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি‘র আয়োজনে দলীয় কার্যক্রম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময়, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, যুগ্ন-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আওয়াল, সদস্য শহীদুল্লাহ্ খান, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গণি, উপজেলা যুব দলের আহবায়ক মাজাহারুল হক রিপন, পৌর যুবদলের আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু সদস্য সচিব সম্রাট গণি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাতুল খান রুদ্র সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সামনে আমাদের ভোট যুদ্ধের কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ কে মোকাবেলা করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে মিলে মিশে মাঠে কাজ করতে হবে। এমন কোন কাজ করবেন না, যেনো দলের সিনিয়র নেতাকর্মীরা আপনার আচরনে কস্ট পায়। কারন উনারা তাদের পরিশ্রমের বিনিময়ে দলের পদ-পদবীতে আছেন। দলের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করবেন না। দল থাকলে আপনারা থাকবেন, দল অবশ্যই আপনার ত্যাগের মুল্যায়ন করবে। দীর্ঘদিন পর ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আসুন সকলে মিলে সেই স্বাধীনতা রক্ষা করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com