সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন চিকিৎসক

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ পঠিত

ডেস্ক নিউজ : আগামী দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ওনার (বেগম খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকেরা। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দুই-এক দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কী হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করেছেন।

বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com