রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বড়দিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : খ্রিস্টধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে সকাল থেকেই প্রতিটি গির্জায় দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠিকতা শুরু হয়েছে। শিশুদের মাঝে উপহার ও মিষ্টি বিতরনের পরে কেক কেটে যীশু খ্রিষ্টের জন্মদিন পালন করা হয়।

এর মধ্যে ১৪৩ বছরের পুরনো জিবিসি গীর্জা, উৎরাইল, রানীখং, বারোমারী, ভবানীপুর, গোপালপুর ধর্মপল্লীতে একযোগে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দেশবাসীর শান্তি কামনার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তির বার্তা দেয়া হয়। বিরিশিরি ব্যাপ্টিস্ট মাতৃ মন্ডলী গির্জায় প্রার্থনা পরিচালনা করেন বিভাগীয় প্রেসিডেন্ট আশিষ কুমার সাংমা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিভিশন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রলয় চিসিম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন এর বিভাগীয় প্রেসিডেন্ট ড. আশিষ কুমার সাংমা, পাস্টার মাইকেল প্রদীপ বাউল প্রমুখ। দুর্গাপুর উপজেলায় এবার ৭২টি দর্মপল্লীতে আনুষ্ঠানিক ভাবে বড়দিন পালিত হয়।

বিভিন্ন এলাকার গির্জা গুলোতে বিশেষ প্রার্থনা শেষে গ্রামে গ্রামে চলছে এখন উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন গীর্জা গুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। মাঠ পর্যায়ে রয়েছে পুলিশ ও সাদা পোষাকে রয়েছে সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com