শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

চান্দিনায় পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২ পঠিত

ডেস্ক নিউজ : চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে হামলা চালান অভিভাবকরা।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অপর তিন সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করেন বিক্ষুব্ধ অভিভাবকরা। রোববার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকরা হলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ, বাংলা বিভাগের শিক্ষক আবু ইউনুছ, হিসাববিজ্ঞান বিভাগের সাইদুর রহমান সুজন ও ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াছ।

জানা যায়, নবম শ্রেণির পরীক্ষা চলাকলে বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের ৯নং কক্ষের অষ্টম শ্রেণির ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরাসহ শিক্ষকরা তাকে বিশ্রামের ব্যবস্থা করেন। কিছুক্ষণের মধ্যে ওই কক্ষের আরও ১৪ ছাত্রী অসুস্থ হলে তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বেলা ২টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হলে ১৫-২০ জন অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের ওপর হামলা চালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com