বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে, কানাডিয়ান ফুডগ্রেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ, ইউএসএ ও কানাডা এর অর্থায়নে এস আর আই (System of Rice Intensification) পদ্ধতিতে নিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অংশগ্রহনে দুইদিনব্যপি প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ শেষ হয়।

পারি ডেভেলপমেন্ট এর কৃষি অফিসার আলী আকবর রুপু উপস্থিত কৃষকদের এস আর আই (System of Rice Intensification) পদ্ধতিতে ধান চাষে কম খরচ, কম কৃষি উপকরণ ব্যবহার করে অধিক ধান উৎপাদন করা যায় কিভাবে তা হাতে কলমে আলোকপাত করেন। ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত উপকরণ কম ব্যবহার করে ধানের বেশি ফলন হওয়ার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই পদ্ধতিতে ধান চাষে স্থানীয় কৃষকগণ অধিক লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, প্রজেক্ট ম্যানেজার কমল পাল, প্রজেক্ট অফিসার প্রিন্স কোড়াইয়া, মনিটরিং অফিসার অপরাজিত রায় প্রমুখ। আলোচনা শেষে, প্রশিক্ষণে অংশগ্রহনকারী ২৫জন কৃষকদের মাঝে বিনামুল্যে এস আর আই পদ্ধতির বীজ বিতরণ করা হয়।


শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com