দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় তনয় সাহা (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় হোটেল সোমেশ্বরী লাক্সারিয়াস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত তনয় সাহা নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের তপন সাহার ছেলে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করে দুর্গাপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন এবং ওই হোটেলের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং হোটেল ব্যবস্থাপনা আইনে হোটেল সোমেশ্বরী সাক্সারিয়াস কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় হোটেলের প্রতিকক্ষে তল্লাশি করে মাদক সেবনরত অবস্থায় মাদক সেবনের বিভিন্ন সামগ্রীসহ তাকে আটক করা হয়।
দুর্গাপুর সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাজিদ বিন রৌশন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অত্র এলাকার নিরাপত্তার স্বার্থে মাদক ও জুয়া সহ অনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছে এমন কাউকেই ছাড় দেয়া হবে না, এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি । অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply