বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে প্রধান শিক্ষকের বদলি ফেরাতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের কে অন্যত্র বদলী না করার দাবি এবং মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক ও এলাকাবাসী এক মানববন্ধন করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ঝানজাইল কারিগরি কলেজ, ঝানজাইল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, ঝানজাইল উচ্চ বিদ্যালয়, ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল করে শত-শত মানুষ সড়ক অবরোধ করে

মানববন্ধনে বক্তারা জানান, ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক বজলুল কাদের দোষী প্রমাণিত না হলেও পরস্পর শুনতে পারছি ওই শিক্ষিকার পাশাপাশি প্রধান শিক্ষককেও বদলি করা হচ্ছে। প্রধান শিক্ষক বজলুল কাদের এর বদলি হলে আমরা কেউ মেনে নিবে না। যদি দাবী না মেনে নেওয়া হয় তাহলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা করবো।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ঝানজাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ফারুক খান, এন ভাউরতলা স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, যুবদল নেতা ইউসুফ খান, ব্যবসায়ী শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতা খালিদ হাসান লিমন, মেহেদি হাসান, ইমন হাসান, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে হেপি আক্তার, রাশিদা আক্তার, তামান্না আক্তার, শিরিন আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com