দিগন্ত ডেক্স : ময়মনসিংহের একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতপরিচয় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
Leave a Reply