সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে পূজা ও সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সহ উপজেলার সাবিক নিরাপত্তা নিয়ে স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, জামায়াত ইসলামী উপজেলার সভাপতি হাবিবুর রহমান, পুজা উদযাপন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ঢাকেশ্বরী মন্দির জাতীয় কমিটির সদস্য বিদ্যুৎ সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, জামায়াত ইসলামী নেতা রুস্তম আলী প্রমুখ।

পুলিশ সুপার বলেন, নিরাপত্তা নিশ্চিত ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিত করা হবে। পুজা নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবে না। আলোচনা শেষে পৌরশহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ। এবার দুর্গাপুর উপজেলায় ৬৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com