দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম এর আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সেবাগ্রহীতা ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত সভায়, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এমও (সিসি) ডাঃ কৃপা নাথ পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply