দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরাম রেজিষ্ট্রিকরণ বিষয়ে স্থানীয় ও উপজেলা কর্মকর্তাদের সাথে এক এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সমাজসেবা অফিসের প্রতিনিধি বাবুল মিয়া, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, ইউপি সদস্য কিতাব আলী, গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক আব্দুল হাই প্রমুখ।
বক্তারা, এমন উদ্দ্যেগ গ্রহনের জন্য কারিতাসকে ধন্যবাদ জানান সেইসাথে রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতায় আশ্বাস দেন সমাজসেবা অফিসের প্রতিনিধি। এছাড়া প্রতিবন্ধী নারীদের সকল সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সেমিনারে কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের ক্লাব লিডার, নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply