কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদযাপনের তিনদিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কণিকা সরকার , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ওসি আবুল কালাম (পিপিএম), পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) তাপস দেবনাথ ও প্রেসক্লাবের সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমূখ।
এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ১৬ টি ষ্টলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রদর্শন করা হচ্ছে ।
Leave a Reply