বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

আ.লীগের বিশেষ বর্ধিত সভা, যোগ দিয়েছেন তৃণমূল নেতারা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৫৪ পঠিত

দিগন্ত ডেক্স : আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। আজ রোববার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com