বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

দুর্গাপুরে এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩০৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ডিএসকে এর মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়। সাবেক সভাপতি ও আইইডিএস’র নির্বাহী পরিচালক শামীম কবীরের সভাপতিত্বে কন্ঠভোটের মাধ্যমে এএমটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সভাপতি ও দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র দুর্গাপুর শাখার কর্মকর্তা রুপন কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ:সভাপতি লুদিয়া রুমা সাংমা, সহ: সাধারণ সম্পাদক ছবি ¤্রং, এছাড়া শামীম কবীর ও পংকজ মারাক কে সম্মানীত সদস্য করে ০৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ সময় দুর্গাপুর উপজেলায় কর্মরত সকল এনজিও এর নির্বাহী পরিচালক, এরিয়া ম্যানাজার, ম্যানেজার, প্রতিনিধি দুর্গাপুর প্রেসক্লাব‘র সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক ধ্রুব সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নবাগত সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি দেশে অন্যান্য উন্ন্য়নমুলক কাজ করে যাচ্ছে এনজিও গুলো। অত্র এলাকায় কর্মরত এনজিও ুলো অনেক উন্নয়ন করেছে। এখনো অনেক কাজ চলমান রয়েছে, আপনারা আমায় যে দায়িত্ব দিয়েছেন, সকলের সহযোগিতা নিয়ে এনজিও সমন্বয় পরিষদকে নতুন ভাবে সাজাতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com